বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ গত ৫ জানুয়ারি ২০২০ তারিখে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ক্যাম্পাসে ‘বড়াল হল ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০১৯’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন।
সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত ব্যাডমিন্টন (দ্বৈত) ফাইনাল খেলায় সিএসই বিভাগের সাব্বির ইসলাম ও সিহাব সুমন চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ সিএসই বিভাগের আবদুল্লাহ আল মুফতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের অলি উল্লাহ তানভির।
এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার লে. কর্ণেল (অব.) শেখ শামীম হোসেন, বড়াল হলের প্রভোস্ট পদার্থবিদ্যা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী হল প্রভোস্ট, হাউজ টিউটর, শিক্ষকমন্ডলী, কর্মকর্তাগণ ও শিক্ষার্থীরা।