আল আমিন, বাউয়েটঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ক্যরিয়ার ক্লাবে নতুন কার্যকারী কমিটি গঠিত হয়েছে।
গত ১৮ই জুলাই এক ভার্চ্যুয়াল মিটিংয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন ক্যরিয়ার ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও আইসিটি ডিপার্টমেন্ট এর সিনিয়র লেকচারার পার্থ প্রতীম দেবনাথ।
২০২১ সালের এই কার্যকারী কমিটিতে সাধারন সম্পাদক হিমেল বিশ্বাস , সহকারী সাধারণ সম্পাদক সাফাত রহমান, সেক্রেটারি ওফ এডমিন অমিত কুমার দে, যুগ্ম সম্পাদক সম্পাদক হিসেবে রয়েছেন রিফাত হায়দার রিয়াদ । সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আফসানা আকতার কানিজ ।
এছাড়া চীফ এক্সিকিউটিভ ও এক্সিকিউটিভ হিসেবে যথাক্রমে রয়েছে – সানন্দা স্যনাল, মোঃ মাহমুদুর হাসান, আনিকা তাহসিন, তাওহীদ খান ইমন, নাজরা আলম তাহীম, ফারীহা বুশরা, জিন্নাতুন নাহার মনজীল, মোঃ আল আমিন, লিমা রহমান, এ কে সৈকত আজাদ স্নিগ্ধ, শাহরিয়ার দীপ, মোঃ আশিকুর রহমান তারেক, এস এম আতিকুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, আসমাউল হুসনা রিমি, সাইবা নুসরাত, টিএইচ তামিম, ফাতিহা ফেরদৌস, স্যমিন ইয়াসির লাম, মোছাঃ নিসরাত তাসনিম সরকার ।