চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশের নিযুক্ত হাইকমিশনার রিভা গাঙ্গুলি।
এ সময় সোনামসজিদ স্থলবন্দর ও ভারতের মহদিপুরের স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্যিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করেন তিনি।
মঙ্গলবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের অফিসে আলোচনা হয়।
এ সময় তার সঙ্গে ছিলেন ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার রাজশাহী সঞ্জীব কুমার ভাট্টি, দ্বিতীয় সচিব (ভিসা ও কনস্যুলার) জয়তি দাস।
বাংলাদেশ পক্ষে উপস্থিত ছিলেন আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু এবং সাবেক সভাপতি কবিরুর রহমান খান।
আলোচনায় আমদানি-রফতানি ক্ষেত্রে উভয় স্থলবন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
ভারতের হাইকমিশনার সোনামসজিদে আলোচনার পৃর্বে ভারতীয় মহদিপুর স্থলবন্দরে বিএসএফ, ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমসের সঙ্গে পাসপোর্টধারী যাত্রীদের সমস্যা নিয়ে আলোচনা করেন।
খবর কৃতজ্ঞতাঃ যুগান্তর