জয়পুরহাটে এক দিনে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের সবার বাড়ি কালাই উপজেলায়। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের নমুনা পরীক্ষার ফলাফল জয়পুরহাটে পৌঁছায়। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাকির হোসেন গতকাল রাত সাড়ে ১০টায় প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত জয়পুরহাট জেলায় মোট ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কালাই উপজেলারই ২৫ জন রয়েছে। এ ছাড়া পাঁচবিবি উপজেলার দুজন, আক্কেলপুর উপজেলার দুজন ও ক্ষেতলাল উপজেলার দুজন। জয়পুরহাট সদর উপজেলায় এখনো কেউ শনাক্ত হয়নি।
জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে যাঁরা জয়পুরহাট জেলায় আসছেন, তাঁদের সবার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এ কারণে শনাক্ত বেশি হচ্ছে। গতকাল শনাক্ত হওয়া ১২ জন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে এসেছিলেন।
খবর কৃতজ্ঞতাঃ প্রথম আলো