চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে শনিবার ভারত থেকে আরও ২৩ জন বাংলাদেশে প্রবেশ করেছে। এ নিয়ে এ বন্দর দিয়ে শনিবার বিকেল পর্যন্ত ৬০ জন বাংলাদেশে প্রবেশ করেছে।
এ ৬০ জনের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্ত হওয়া ব্যক্তি মো. দিলবার আলী মৃধা। তিনি রাজশাহী সদরের বাসিন্দা। তিনি গত ১৯ মে ভারত থেকে সোনামসজিদ বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের পর সোনামসজিদ জেলা পরিষদের ডাক বাংলোতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে অবস্থান করছেন।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরি জানান, সোনামসজিদ দিয়ে শনিবার (২২ মে) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৩ জন বাংলাদেশি ভারত থেকে বাংলাদেশে ফিরেছে। ভারত ফেরতরা সবাই করোনার নেগেটিভ সনদ আনার পরও গত ১৯ মে ভারত ফেরত একজনের করোনা সনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, ভারত ফেরত ৩৭ জনের করোনা টেস্ট করা হয়েছে। পাশাপাশি এদের নমুনায় ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা তা নিশ্চিত হতে ঢাকায় পাঠানো হয়েছে।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ