গত ১৫ এপ্রিল নারায়নগঞ্জ থেকে ফেরত এক ব্যক্তির করোনা পজেটিভ এসেছে চাঁপাইনবাবগঞ্জে। করোনা পজেটিভ ব্যক্তি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাইদুর রহমানের ছেলে আবদুল বারী (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল বুধবার বারী নারায়নগঞ্জ হতে চাঁপাইনবাবগঞ্জ আসে। পরে করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। সোমবার পরীক্ষা করা নমুনার ফলাফল পজেটিভ আসে।
আরো জানা গেছে, যারা বারীর সাথে কথা বলেছেন বা দেখা করেছেন তারা নিজ দায়িত্বে হোম কোয়ারেন্টাইনে চলে যাবার অনুরোধ জানানো হয়েছে। বারী চাঁপাইনবাবগঞ্জের প্রথম করোনা রোগী। করোনাভাইরাসে আক্রান্ত আব্দুল বারী নারায়ণগঞ্জ জজ কোট-এর অফিস সহায়ক হিসেবে কর্মরত।
এদিকে, মোহনপুর দক্ষিণপাড়ার আশপাশের দশটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এজেডএম নুরুল হক ও পুলিশ সুপার আবদুর রকিব।
খবর কৃতজ্ঞতাঃ পদ্মাটাইমস২৪